হোম > জাতীয়

১০০ বছরের মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর: অর্থ প্রতিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়েছেন ধর্ম যার–যার রাষ্ট্র সবার। এই দেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যেক ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শুধু চট্টগ্রামের নয়, সারা দেশের উন্নয়ন করছেন। তিনি ১০০ বছরের মহাপরিকল্পনা নিয়ে এই উন্নয়নকাজ করছেন।’ 

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে বারুণি স্নানোৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান আরও বলেন, ‘এতদিন সরকারি চাকরিজীবীরা শুধু চাকরি শেষে পেনশন পেতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কথা চিন্তা করে এখন সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। যাতে বৃদ্ধ বয়সে কারও পিতা–মাতাকে সন্তানের দিকে চেয়ে থাকতে না হয়।’ 

পারকি সৈকতকে আধুনিকায়ন করতে মেগা পরিকল্পনা করেছে সরকার। এই প্রকল্পে বারুণি স্নান কার্যক্রমের জন্য জমি বরাদ্দ রাখার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। 

বারুণি স্নানোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি কল্লোল সেনের সভাপতিত্বে ও সদস্যসচিব সজিব কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালি, চন্দন বিশ্বাস, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, প্রমুখ। 

এরপর অর্থ প্রতিমন্ত্রী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা বেড়িবাঁধ ও চরপাথরঘাটা ইউনিয়নের নয়াহাট সেতু পরিদর্শন করেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য ইসলাম আহমেদ, শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির