হোম > জাতীয়

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসিকে সহায়তায় তিন বছরের প্রকল্প নিচ্ছে ইউএনডিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করতে তিন বছরের জন্য একটি প্রকল্প নিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। প্রকল্পটির নাম ‘বাংলাদেশ’স অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন (বিএএলএলওট): ২০২৫-২০২৭’।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রস্তাবিত প্রকল্পটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনডিপির প্রতিনিধিরা।

বৈঠক সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি থেকে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি তিন বছরের জন্য নেওয়া হবে। যা দুইটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে নির্বাচনকালীন সময়ের কাজগুলো হবে, আর দ্বিতীয় ধাপে ইসির দুটি (বরিশাল ও চট্টগ্রাম) প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে। এ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় ছোট ছোট আকারে প্রকল্পের মধ্যে থাকবে। বৃহস্পতিবার প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। প্রকল্পটি কীভাবে বাস্তবায়ন করবে, এতে কী কী কার্যক্রম গ্রহণ করা হবে সে বিষয়ে প্রাথমিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা সেখান থেকে কিছু সংশোধনী দিয়েছেন। যা পরবর্তীতে সংশোধন করা হবে।

সূত্র আরও জানায়, ইউএনডিপি এখন তহবিলের চেষ্টা করছে। তহবিল পেলে প্রকল্পটি চালু করা হবে।

ইউএনডিপির সঙ্গে বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা। এখনই বলার মতো কিছু নেই।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু