হোম > জাতীয়

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসিকে সহায়তায় তিন বছরের প্রকল্প নিচ্ছে ইউএনডিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করতে তিন বছরের জন্য একটি প্রকল্প নিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। প্রকল্পটির নাম ‘বাংলাদেশ’স অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন (বিএএলএলওট): ২০২৫-২০২৭’।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রস্তাবিত প্রকল্পটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনডিপির প্রতিনিধিরা।

বৈঠক সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি থেকে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি তিন বছরের জন্য নেওয়া হবে। যা দুইটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে নির্বাচনকালীন সময়ের কাজগুলো হবে, আর দ্বিতীয় ধাপে ইসির দুটি (বরিশাল ও চট্টগ্রাম) প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে। এ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় ছোট ছোট আকারে প্রকল্পের মধ্যে থাকবে। বৃহস্পতিবার প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। প্রকল্পটি কীভাবে বাস্তবায়ন করবে, এতে কী কী কার্যক্রম গ্রহণ করা হবে সে বিষয়ে প্রাথমিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা সেখান থেকে কিছু সংশোধনী দিয়েছেন। যা পরবর্তীতে সংশোধন করা হবে।

সূত্র আরও জানায়, ইউএনডিপি এখন তহবিলের চেষ্টা করছে। তহবিল পেলে প্রকল্পটি চালু করা হবে।

ইউএনডিপির সঙ্গে বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা। এখনই বলার মতো কিছু নেই।

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ