হোম > জাতীয়

মাগুরার শিশুটির ছবি প্রকাশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর ছবি–ভিডিও এবং নাম–ঠিকানা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব প্ল্যাটফর্ম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই সঙ্গে মামলার তদন্ত ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করে অভিযোগ আমলে নেওয়ার ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন আইনের ১৪ ধারা ভঙ্গ করে নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ ও সৈয়দ মাহসিব হোসাইনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রুলসহ এসব নির্দেশ দেন। আদেশের পর আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, ভুক্তভোগী শিশু ও তার ১৪ বছর বয়সী বড় বোনের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য ঢাকা ও মাগুরার জেলা সমাজকল্যাণ কর্মকর্তাকে দায়িত্ব দিতে বলা হয়েছে। আর নারী ও শিশু নির্যাতন দমন আইন আইনের ১৪ ধারা ব্যাপকভাবে প্রচার করতে বলেছেন আদালত।

আইনজীবী মাহসিব হোসাইন বলেন, কোনো অবস্থাতেই ধর্ষণের শিকার নারী–শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না। এটা আইনের লঙ্ঘন। যারা প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৭ মার্চ প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই দিন বিষয়টি আবারও শুনানির জন্য আসবে।

এর আগে আইনজীবী মাহসিব হোসাইন বিষয়টি আদালতের নজরে আনেন। পরে তারা আবেদন নিয়ে যান। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

এদিকে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার শিশু এবং তার পরিবারের আইনগত সহযোগিতার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন তাঁরা। নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন—শাহেদ হাসান টগর, মোহাম্মদ রুকুনুজ্জামান খান, কুমুদ রঞ্জন বিশ্বাস, এম এ রশিদ ও মিজানুর রহমান মিজান। আইনজীবীরা মাগুরা আদালতে আইনি সহায়তা দেবেন।

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই