হোম > জাতীয়

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন হঠাৎ বাতিল, কারণ জানেন না স্টেশন মাস্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তনগর ট্রেন। লোকাল ট্রেন নির্দিষ্ট সময়ে চলবে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। তবে পঞ্চগড় এক্সপ্রেসের আজ সোমবারের ট্রেনটি বাতিল করা হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীদের দ্রুতযানে করে নির্দিষ্ট গন্তব্যে যেতে বলা হয়েছে। এতে বিপাকে পড়েছেন অসংখ্য যাত্রী। 

ঠাকুরগাঁওগামী পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রী শাহীন আলম বলেন, ‘ট্রেনের শিডিউল কেন বাতিল হলো তার কোনো কারণ নেই। এখন বলছে, দ্রুতযানে করে যেতে। টিকিট রিফান্ডও করছে না। এত দূর রাস্তা তো দাঁড়িয়ে যাওয়া সম্ভব না। ১২-১৩ ঘণ্টা লাগবে মিনিমাম।’

কমলাপুর রেল স্টেশনের এসব সমস্যা দেখার কেউ নেই। আজ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার কাউকেই তাঁদের কক্ষে পাওয়া যায়নি। কর্মরত কয়েকজনকে জিজ্ঞেস করা হলে তাঁরাও কোনো সদুত্তর দিতে পারেননি। স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারের দুটি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

 এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করে হলে কমলাপুরের আরেক স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস কী কারণে বাতিল হয়েছে তা জানা নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। এভাবেই বলে সব সময়। কেউ যেতে না চাইলে টিকিট রিফান্ড করা হবে। প্রক্রিয়া চলছে।’ স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওনার বাবা গত কয়েক দিন ধরে অসুস্থ।’

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

সাবেক এমপি ফাহমী গোলন্দাজের ১৬ একর জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ

১০৪টি দেশের ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

ইসিতে সমন্বয় সেল চালু, ফোনেও জানানো যাবে অভিযোগ

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, পাতানো নির্বাচন হবে না: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট