হোম > জাতীয়

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন হঠাৎ বাতিল, কারণ জানেন না স্টেশন মাস্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তনগর ট্রেন। লোকাল ট্রেন নির্দিষ্ট সময়ে চলবে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। তবে পঞ্চগড় এক্সপ্রেসের আজ সোমবারের ট্রেনটি বাতিল করা হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীদের দ্রুতযানে করে নির্দিষ্ট গন্তব্যে যেতে বলা হয়েছে। এতে বিপাকে পড়েছেন অসংখ্য যাত্রী। 

ঠাকুরগাঁওগামী পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রী শাহীন আলম বলেন, ‘ট্রেনের শিডিউল কেন বাতিল হলো তার কোনো কারণ নেই। এখন বলছে, দ্রুতযানে করে যেতে। টিকিট রিফান্ডও করছে না। এত দূর রাস্তা তো দাঁড়িয়ে যাওয়া সম্ভব না। ১২-১৩ ঘণ্টা লাগবে মিনিমাম।’

কমলাপুর রেল স্টেশনের এসব সমস্যা দেখার কেউ নেই। আজ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার কাউকেই তাঁদের কক্ষে পাওয়া যায়নি। কর্মরত কয়েকজনকে জিজ্ঞেস করা হলে তাঁরাও কোনো সদুত্তর দিতে পারেননি। স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারের দুটি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

 এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করে হলে কমলাপুরের আরেক স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস কী কারণে বাতিল হয়েছে তা জানা নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। এভাবেই বলে সব সময়। কেউ যেতে না চাইলে টিকিট রিফান্ড করা হবে। প্রক্রিয়া চলছে।’ স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওনার বাবা গত কয়েক দিন ধরে অসুস্থ।’

টিভি টকশোতে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি, কটূক্তি প্রচারে মানা

সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতে বিজয় দিবসে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন: আদিলুর রহমান

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা