হোম > জাতীয়

দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: আইনমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনমন্ত্রী আনিসুল হকের দাবি, দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তাই যুক্তরাষ্ট্র যে অভিযোগে র‍্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তা কল্পনাপ্রসূত। নিষেধাজ্ঞার ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ৩০ জন জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ এতে অংশ নেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী সচিব গোলাম সারোয়ার ও প্রশিক্ষণ কোর্সের পরিচালক গোলাম কিবরিয়া। 

আইনমন্ত্রী বলেন, ‘যারা আইনের শাসনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে তাদের একটা কর্তব্য থাকে। সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের পক্ষ শোনা। আমার কাছে যতটুকু তথ্য আছে, যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের পক্ষ শোনা হয়নি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেছেন, ‘একটু অপেক্ষা করুন, দেখবেন।’

বুদ্ধিজীবী হত্যাকারী পলাতকদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘গত দুই দিন আগে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সেখানে আমি দুজনকে দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি আমাকে বলেছেন, আনুষ্ঠানিকভাবে করতে। আমরা আনুষ্ঠানিকভাবে দাবি করব।’

 

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন