হোম > জাতীয়

‘ঘেঁইষা খাড়াই‌লে কি আগে টি‌কিট পাইব?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহা সামনে রেখে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর লকডাউন শিথিল হলো আট দিনের জন্য। আজ বৃহস্পতিবার রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সরকারের নির্দেশনায় বলা হয়েছে, সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিথিল করা হয়েছে কঠোর লকডাউন। কিন্তু সেই স্বাস্থ্যবিধি যেন মানা হচ্ছে না কোথাও।

বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা যায়।

বাসের টিকিট সংগ্রহ করতে কাউন্টার কর্তৃপক্ষ সারিবদ্ধভাবে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। কিন্তু সেই সারিতে দাঁড়ানো যাত্রীদের একজনের সঙ্গে আরেকজনের গাদাগাদি করে দাঁড়াতে দেখা গেছে।

মহাখালী থেকে ছেড়ে যাওয়া নাটোর–রাজশাহীগামী একতা বাসের টিকিট সংগ্রহ করতে আসা যাত্রীদের কেউই মানছেন না সামাজিক দূরত্বের বিষয়টি।

কাউন্টারের সহকারী ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘দেখেন না কতবার চিল্লাইতেছি শুনে না। ঘেঁইষা খাড়াই‌লে কি আ‌গে টি‌কিট পাইব?’

আলম নামের এক যাত্রীকে স্বাস্থ্যবিধির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাকে না বলে পেছনের জনকে বলেন।’ 

এদিকে মহাখালী টার্মিনালে এনা, রিফাত পরিবহন, অরিন ট্রাভেলসসহ একাধিক কাউন্টারে সরেজমিনে স্বাস্থ্যবিধি না মানার দৃশ্য দেখা যায়। এ ব্যাপারে কাউন্টারের ভেতরে দায়িত্বরতরা বারবার দূরত্ব বজায় রাখার ব্যাপারে যাত্রীদের অনুরোধ করলেও তা কানে নিচ্ছেন না কেউ।

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী