ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট কালোবাজারি বন্ধে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রোববার রেলওয়ের একটি প্রতিবেদন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে উপস্থাপন করা হয়। আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে এই বিষয়ে আদেশের জন্য আগামী বুধবার দিন ধার্য করেন আদালত।
রেলওয়ের প্রতিবেদনে বলা হয়, ছাদে যাত্রী বহন না করতে এবং টিকিট কালোবাজারি সম্পূর্ণভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহে নির্দেশনা দেওয়া হয়েছে। ছাদে যাত্রী না ওঠা এবং টিকিট কালোবাজারি রোধকল্পে মনিটরিং অব্যাহত আছে। এ ছাড়া টিকিটবিহীন ব্যক্তি স্টেশনে প্রবেশ রোধকল্পে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।
রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে ছয় দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির বিষয়টি নজরে নেওয়ার পর গত ২১ জুলাই হাইকোর্ট প্রতিবেদন চান। রেলওয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে বলা হয়। এরপর গত ৩১ জুলাই রেলওয়ে প্রতিবেদন দিতে আরও এক সপ্তাহ সময় চান। পরে আদালত ৭ আগস্ট পর্যন্ত সময় দেন। সে অনুযায়ী রোববার প্রতিবেদন দাখিল করে রেলওয়ে কর্তৃপক্ষ।