হোম > জাতীয়

ডেঙ্গু পরীক্ষায় সরকারিতে ৫০ ও বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষাগুলোর জন্য মূল্য নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার জারি করা নির্দেশনায় সাক্ষর করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি ৫০ ও বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা ডেঙ্গু পরীক্ষার নির্ধারণ ফি নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহবান জানিয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, সরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা (এনএসওয়ান, আইজিজি ও আইজিএম) করানোর জন্য নির্ধারিত মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষার সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া সিবিসি পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৪ জানুয়ারি সরকারি হাসপাতালের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছিল। সেসময় ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছি। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ফি কার্যকর থাকবে। তবে সরকারির জন্য কোনো সময়সীমা বলা হয়নি।

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে