হোম > জাতীয়

ডেঙ্গু পরীক্ষায় সরকারিতে ৫০ ও বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষাগুলোর জন্য মূল্য নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার জারি করা নির্দেশনায় সাক্ষর করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি ৫০ ও বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা ডেঙ্গু পরীক্ষার নির্ধারণ ফি নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহবান জানিয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, সরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা (এনএসওয়ান, আইজিজি ও আইজিএম) করানোর জন্য নির্ধারিত মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষার সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া সিবিসি পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৪ জানুয়ারি সরকারি হাসপাতালের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছিল। সেসময় ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছি। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ফি কার্যকর থাকবে। তবে সরকারির জন্য কোনো সময়সীমা বলা হয়নি।

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল