হোম > জাতীয়

ক্যাডার বৈষম্য নিরসন করা হবে: জনপ্রশাসনমন্ত্রী

আন্তক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। আজ রোববার মন্ত্রিসভায় পদোন্নতি পাওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। 

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আন্তক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। প্রকল্প শেষে পরিবহন পুলে গাড়ি জমা না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া মন্ত্রণালয়-বিভাগগুলোর জনবল কাঠামো (অর্গানোগ্রাম) যুগোপযোগী করা হবে।’ 
 
ক্যাডার বৈষম্য নিরসনে কী পদক্ষেপ নেবেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ক্যাডার বৈষম্যের বিষয়গুলো আমরা এরই মধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করেছি। সামনের দিনে এগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ থাকবে। আমরা চাইব বৈষম্য যাতে শূন্যতে আসে। এ বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।’ 

প্রকল্পের গাড়ি জমা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রকল্প শেষে প্রকল্পের গাড়ি পরিবহন পুলে জমা হয় না। এবার আমরা খুবই কঠোর পদক্ষেপ নেব। খুব শক্তভাবে দেখার চেষ্টা করব।’ 

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অর্গানোগ্রাম যুগোপযোগী করা হবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘মন্ত্রণালয়ের অর্গানোগ্রাম পরিবর্তন করতে হলে স্ব-স্ব মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসতে হয়। প্রস্তাব পাঠালে দ্রুত অর্গানোগ্রামটাকে আপডেট করব। সরকারি পদগুলো পূরণ করাসহ, আধা সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যেখানে শূন্যপদ রয়েছে সেগুলো পূরণ করা।’

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত