হোম > জাতীয়

ক্যাডার বৈষম্য নিরসন করা হবে: জনপ্রশাসনমন্ত্রী

আন্তক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। আজ রোববার মন্ত্রিসভায় পদোন্নতি পাওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। 

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আন্তক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। প্রকল্প শেষে পরিবহন পুলে গাড়ি জমা না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া মন্ত্রণালয়-বিভাগগুলোর জনবল কাঠামো (অর্গানোগ্রাম) যুগোপযোগী করা হবে।’ 
 
ক্যাডার বৈষম্য নিরসনে কী পদক্ষেপ নেবেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ক্যাডার বৈষম্যের বিষয়গুলো আমরা এরই মধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করেছি। সামনের দিনে এগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ থাকবে। আমরা চাইব বৈষম্য যাতে শূন্যতে আসে। এ বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।’ 

প্রকল্পের গাড়ি জমা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রকল্প শেষে প্রকল্পের গাড়ি পরিবহন পুলে জমা হয় না। এবার আমরা খুবই কঠোর পদক্ষেপ নেব। খুব শক্তভাবে দেখার চেষ্টা করব।’ 

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অর্গানোগ্রাম যুগোপযোগী করা হবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘মন্ত্রণালয়ের অর্গানোগ্রাম পরিবর্তন করতে হলে স্ব-স্ব মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসতে হয়। প্রস্তাব পাঠালে দ্রুত অর্গানোগ্রামটাকে আপডেট করব। সরকারি পদগুলো পূরণ করাসহ, আধা সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যেখানে শূন্যপদ রয়েছে সেগুলো পূরণ করা।’

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল