হোম > জাতীয়

ক্যাডার বৈষম্য নিরসন করা হবে: জনপ্রশাসনমন্ত্রী

আন্তক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। আজ রোববার মন্ত্রিসভায় পদোন্নতি পাওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। 

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আন্তক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। প্রকল্প শেষে পরিবহন পুলে গাড়ি জমা না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া মন্ত্রণালয়-বিভাগগুলোর জনবল কাঠামো (অর্গানোগ্রাম) যুগোপযোগী করা হবে।’ 
 
ক্যাডার বৈষম্য নিরসনে কী পদক্ষেপ নেবেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ক্যাডার বৈষম্যের বিষয়গুলো আমরা এরই মধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করেছি। সামনের দিনে এগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ থাকবে। আমরা চাইব বৈষম্য যাতে শূন্যতে আসে। এ বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।’ 

প্রকল্পের গাড়ি জমা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রকল্প শেষে প্রকল্পের গাড়ি পরিবহন পুলে জমা হয় না। এবার আমরা খুবই কঠোর পদক্ষেপ নেব। খুব শক্তভাবে দেখার চেষ্টা করব।’ 

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অর্গানোগ্রাম যুগোপযোগী করা হবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘মন্ত্রণালয়ের অর্গানোগ্রাম পরিবর্তন করতে হলে স্ব-স্ব মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসতে হয়। প্রস্তাব পাঠালে দ্রুত অর্গানোগ্রামটাকে আপডেট করব। সরকারি পদগুলো পূরণ করাসহ, আধা সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যেখানে শূন্যপদ রয়েছে সেগুলো পূরণ করা।’

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা