হোম > জাতীয়

প্রশাসনের ৯ কর্মকর্তাকে বদলি, ৪ জনকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশাসনের নয় কর্মকর্তাকে বদলি এবং চারজন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বিষয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম; জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নির্পোট) ড. মো. মনিরুল হুদা; জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম এবং কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প পরিচালক মো. আলমগীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত পদে বদলি; জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি; অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব; বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন খানকে বিএডিসির চেয়ারম্যান; মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসানকে অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) শীর্ষক প্রকল্প পরিচালক; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজনীন হোসেনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে। 

পৃথক প্রজ্ঞাপনে পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মীর আহমেদ তরিকুলকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মো. দিদারুল ইসলামকে ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটি ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুডস প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অতিরিক্ত পরিচালক (যুগ্ম সচিব) খন্দকার নূরুল হককে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।

ভোটের আগেই ৩২ প্রকল্প অনুমোদনের উদ্যোগ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু