হোম > জাতীয়

কোনো চাপ নেই, আমরা আমাদের কাজ করছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাইবান্ধায় ভোটকেন্দ্রে অনিয়ম দেখে তাৎক্ষণিক ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্তে রাজনীতিসহ নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে ক্ষমতাসীন দল নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতবাক হয়। তবে এসব নিয়ে মোটেও চাপ অনুভব করছেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘আমরা কোনো চাপে নেই। আমরা আমাদের কাজ করছি।’

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা পরিষদ নির্বাচনের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকেই সিসি ক্যামেরায় মাঠের ভোট পর্যবেক্ষণ করে ইসি। গত ১২ অক্টোবরও এখান থেকে ভোট পর্যবেক্ষণে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোট শুরুর ৪ ঘণ্টার মধ্যে একে একে ৫১ কেন্দ্র, পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগে পুরো নির্বাচন বন্ধ করে দেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এরপর ক্ষমতাসীন দলের সমালোচনার মুখেও পড়তে হয় ইসিকে।

এ নিয়ে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সিসি টিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এটার মাধ্যমে এখান থেকে নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভালো দিক।’ 

নির্বাচন কমিশনের কোনো পক্ষ নাই জানিয়ে তিনি বলেন, ‘আমাদের তো কোনো পক্ষ নেই। আমরা চাই ভোটাররা যেন তাঁদের ভোটটা দিতে পারেন। সেই লক্ষ্যেই আমরা সিসি টিভি ব্যবহার করছি।’

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা