হোম > জাতীয়

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীর হলফনামা পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা খুঁজে পাওয়া যাচ্ছে না। জাতীয় সংসদসহ সব ধরনের প্রার্থীর দেওয়া তথ্যসংবলিত হলফনামায় প্রবেশ করা যাচ্ছে না।

আজ সোমবার রাত সোয়া ১১টা পর্যন্ত বারবার চেষ্টা করেও হলফনামা সেকশনে প্রবেশ করা যায়নি।

ইসির ওয়েবসাইটে উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, জাতীয় সংসদ, সংসদের সংরক্ষিত মহিলা আসন, জেলা পরিষদ এবং পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা রয়েছে। হলফনামায় প্রার্থীরা ঠিকানা, আয়-ব্যয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি, মামলা ইত্যাদির তথ্য দিয়ে থাকেন।

আজ দিনের বেশির ভাগ সময় ইসির ওয়েবসাইটেই প্রবেশ করা যায়নি। একেক সময় ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও শুধু প্রার্থীদের হলফনামাই নয়, ওয়েবসাইটে থাকা অন্যান্য লিঙ্কেও প্রবেশ করা যাচ্ছিল না। তবে এখন হলফনামা বাদে বাকি বিভাগগুলোতে প্রবেশ করা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ওয়েবসাইট আপডেটের কাজ চলছে। শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে। 

সূত্র জানায়, অনেক সময় ইসির ওয়েবসাইট ডাউন থাকে। এর আগে ২০২২ সালের ১৩ ডিসেম্বরও ইসির ওয়েবসাইটে থাকা হলফনামার ভেতরে প্রবেশ করা যায়নি।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন