হোম > জাতীয়

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীর হলফনামা পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা খুঁজে পাওয়া যাচ্ছে না। জাতীয় সংসদসহ সব ধরনের প্রার্থীর দেওয়া তথ্যসংবলিত হলফনামায় প্রবেশ করা যাচ্ছে না।

আজ সোমবার রাত সোয়া ১১টা পর্যন্ত বারবার চেষ্টা করেও হলফনামা সেকশনে প্রবেশ করা যায়নি।

ইসির ওয়েবসাইটে উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, জাতীয় সংসদ, সংসদের সংরক্ষিত মহিলা আসন, জেলা পরিষদ এবং পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা রয়েছে। হলফনামায় প্রার্থীরা ঠিকানা, আয়-ব্যয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি, মামলা ইত্যাদির তথ্য দিয়ে থাকেন।

আজ দিনের বেশির ভাগ সময় ইসির ওয়েবসাইটেই প্রবেশ করা যায়নি। একেক সময় ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও শুধু প্রার্থীদের হলফনামাই নয়, ওয়েবসাইটে থাকা অন্যান্য লিঙ্কেও প্রবেশ করা যাচ্ছিল না। তবে এখন হলফনামা বাদে বাকি বিভাগগুলোতে প্রবেশ করা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ওয়েবসাইট আপডেটের কাজ চলছে। শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে। 

সূত্র জানায়, অনেক সময় ইসির ওয়েবসাইট ডাউন থাকে। এর আগে ২০২২ সালের ১৩ ডিসেম্বরও ইসির ওয়েবসাইটে থাকা হলফনামার ভেতরে প্রবেশ করা যায়নি।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান