হোম > জাতীয়

ঢাকায় আসছেন আইসিসি চিফ প্রসিকিউটর ও মার্কিন শ্রম প্রতিনিধিদল

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ঢাকা সফরে আসছেন করিম এ খান ও মার্কিন শ্রম প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম এ খান ও মার্কিন শ্রম প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র তৌফিক হাসান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি চার দিনের সফরে ২৫ নভেম্বর ঢাকা আসছেন। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসিতে মিয়ানমার সরকারকে দেশটির রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য অভিযুক্ত করে দায়ের হওয়া মামলা বিচারাধীন।

এদিকে, যুক্তরাষ্ট্র সরকার আগামী সপ্তাহে উচ্চপর্যায়ের একটি শ্রম প্রতিনিধিদল ঢাকায় পাঠাচ্ছে। দেশটির পররাষ্ট্র বিভাগের আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রড্রিগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

মার্কিন পররাষ্ট্র বিভাগ গতকাল বুধবার দেওয়া এক ঘোষণায় বলেছে, আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া চার দিনের এ সফরে প্রতিনিধিদলটি শ্রমমান, শ্রম খাতে স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সরকারি, বেসরকারি খাত ও এখানে অবস্থানরত আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন