হোম > জাতীয়

বাড়িতে থেকেও গুলিতে শিশু নিহত, নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনের সময় বাড়ি ও বাড়ির আঙিনায় থেকেও গুলিবিদ্ধ হয়ে শিশু নিহতের ঘটনায় আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। 
 
রিটের পক্ষে রিটকারী আইনজীবী তৈমূর আলম খন্দকার নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। 

আদেশের পর আইনজীবী তৈমূর আলম বলেন, ‘৫০ লাখ টাকা করে দেওয়ার আবেদন করেছিলাম। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে আলোচনা করবেন। তাই এই বিষয়ে কোনো আদেশ না দিয়ে আগামী ৫ সেপ্টেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ঠিক করে দিয়েছেন।’ 

এ পর্যন্ত ১৩ শিশু নিহতের বিষয়ে তথ্য পেয়েছেন বলে জানান তিনি। এর আগে গত ৩১ জুলাই জনস্বার্থে রিটটি করা হয়।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী