হোম > জাতীয়

বাড়িতে থেকেও গুলিতে শিশু নিহত, নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনের সময় বাড়ি ও বাড়ির আঙিনায় থেকেও গুলিবিদ্ধ হয়ে শিশু নিহতের ঘটনায় আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। 
 
রিটের পক্ষে রিটকারী আইনজীবী তৈমূর আলম খন্দকার নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। 

আদেশের পর আইনজীবী তৈমূর আলম বলেন, ‘৫০ লাখ টাকা করে দেওয়ার আবেদন করেছিলাম। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে আলোচনা করবেন। তাই এই বিষয়ে কোনো আদেশ না দিয়ে আগামী ৫ সেপ্টেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ঠিক করে দিয়েছেন।’ 

এ পর্যন্ত ১৩ শিশু নিহতের বিষয়ে তথ্য পেয়েছেন বলে জানান তিনি। এর আগে গত ৩১ জুলাই জনস্বার্থে রিটটি করা হয়।

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই