মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপণ চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানান।
ঢাকায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতেই মরিশাসের প্রেসিডেন্টের এই সফর। ২৫টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন।
মরিশাসের প্রেসিডেন্ট আজ বিকেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এ ছাড়া প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মরিশাসের প্রেসিডেন্ট। আগামী ১৪ মে ঢাকা ত্যাগ করবেন তিনি।