হোম > জাতীয়

বদলি নিয়ে যে নির্দেশনা দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষক-কর্মকর্তাদের বদলির তদবির করতে ঢাকায় আসতে নিষেধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে এ নিষেধ করা হয়।

অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভাষ্য, অফিস চলার সময়ে ছুটি নিয়ে বদলির আবেদন হাতে আসা শিক্ষক-কর্মকর্তাদের তদবিরের কারণে তাঁরা কোনো কাজ করতে পারছেন না। এমন প্রেক্ষাপটে বদলির আবেদন নিয়ে সরাসরি অধিদপ্তরে না এসে যথাযথ মাধ্যমে তা পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবারই ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তবিভাগ বদলির আবেদন শুরুর দিন। এদিন থেকে অনলাইনে সহকারী শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অফিস আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতায় থাকা বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা অফিস চলাকালে বদলির আবেদন নিয়ে সরাসরি অধিদপ্তরে আসেন তদবির করতে। এতে মাঠপর্যায়ের অফিসের কাজের এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

সহকারী শিক্ষকেরা আগামীকাল ১০ মে পর্যন্ত বদলির আবেদন করার সুযোগ পাবেন। ১১ থেকে ২৩ মে পর্যন্ত আবেদন যাচাই-বাছাইয়ের পর তাদের বদলির আদেশ জারি করা হবে। বদলির আদেশ কবে জারি করা হবে তা সুনির্দিষ্ট করে বলেনি অধিদপ্তর।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী