হোম > জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুপ্রতিবেদন নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকায় ডেঙ্গুর দাপট থাকলেও রোগীর সংখ্যা তুলনামূলক কম। দেশের সব জেলার মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গাজীপুরে। চলতি বছর দেশের ছয়টি জেলায় কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। দুটি জেলায় একজন করে ও দুটি জেলায় দুজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। এ ক্ষেত্রে নারায়ণগঞ্জে চলতি বছর মাত্র একজন রোগী শনাক্তের বিষয়টি উল্লেখ করেছেন তাঁরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর দেশের সুনামগঞ্জ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নোয়াখালী ও রাঙামাটি জেলায় কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। একজন করে রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় এবং দুজন করে রোগী শনাক্ত হয়েছে গাইবান্ধা ও চুয়াডাঙ্গায়। চলতি বছর ঢাকায় (মহানগর ছাড়া) রোগী শনাক্ত হয়েছে আটজন এবং সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গাজীপুরে ৯৪৩ জন। এক শর বেশি রোগী শনাক্ত জেলাগুলোর মধ্যে পটুয়াখালীতে ১৩৪, কুমিল্লায় ১১১ ও মানিকগঞ্জে ১০৮ জন রয়েছেন।

ঢাকা জেলা ও নারায়ণগঞ্জে রোগী কম হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন কীটতত্ত্ববিদেরা। ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে নারায়ণগঞ্জে চলতি বছর একজনই শুধু ডেঙ্গু আক্রান্ত কিছুতেই হতে পারে না। এই জেলার প্রতিবেদন সঠিকভাবে করা হয়নি বলে মনে করছেন তাঁরা।

এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ঢাকার দোহার, নবাবগঞ্জ ও সাভারে কমপক্ষে ৩০০ রোগী শনাক্ত হয়েছে। এর থেকে বোঝা যায়, নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রতিবেদন সঠিকভাবে করা হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯০ জন। এঁদের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং বাইরে ৩৬ জন। আগের দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১৭৯ জন। এঁদের মধ্যে ঢাকায় ১৫৪ জন ও ঢাকার বাইরে ২৫ জন। আগের দিন ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়। চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৯১ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৮ জনের।

আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৬৮৮ জন। এসব রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৭৪০ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন। মৃত্যু হওয়া ৮৭ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছেন ৮০ জন। আর ৮ জন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ৮৬১ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭০৩ ও ঢাকার বাইরে ১৫৮ রোগী ভর্তি আছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়