হোম > জাতীয়

আরও ৩৬০০ কর্মী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ৩ হাজার ৬০০ প্রশিক্ষিত কর্মী আগামী পাঁচ মাসের মধ্যে দক্ষিণ কোরিয়ায় তাঁদের কর্মস্থলে যোগ দেবেন। হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিসেস অব কোরিয়ার ঢাকা কার্যালয়ের বরাতে দক্ষিণ কোরিয়া দূতাবাস আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের প্রথম সাত মাসে দক্ষিণ কোরিয়ায় ২ হাজার ৫৯৪ প্রশিক্ষিত কর্মী গেছেন। আগামী পাঁচ মাসের মধ্যে আরও ৩ হাজার ৬০০ কর্মী সেখানে নিজেদের কর্মক্ষেত্রে যোগ দেবেন। একই সঙ্গে কাজের চাহিদা থাকায় বাংলাদেশ থেকে এ বছর আরও ১ হাজার কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়া দূতাবাস।

দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি কর্মীরা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং-কুন। 

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আবার কাজে যেতে ইচ্ছুক কর্মীদের অনলাইনে নিবন্ধন চলছে। ৩ আগস্ট শুরু হওয়া এ নিবন্ধন আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। এ ছাড়া কোরিয়ান ভাষার পরীক্ষা দিতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে।

দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে অদক্ষ শ্রমিক নেয়। ২০০৮ সালে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়া শুরুর পর এ বছরই সবচেয়ে বেশিসংখ্যক কর্মী সে দেশে যাচ্ছে। এর আগে এক বছরে ২ হাজার ৬৯১ কর্মী গিয়েছিল ২০১০ সালে।

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া