হোম > জাতীয়

আরও ৩৬০০ কর্মী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ৩ হাজার ৬০০ প্রশিক্ষিত কর্মী আগামী পাঁচ মাসের মধ্যে দক্ষিণ কোরিয়ায় তাঁদের কর্মস্থলে যোগ দেবেন। হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিসেস অব কোরিয়ার ঢাকা কার্যালয়ের বরাতে দক্ষিণ কোরিয়া দূতাবাস আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের প্রথম সাত মাসে দক্ষিণ কোরিয়ায় ২ হাজার ৫৯৪ প্রশিক্ষিত কর্মী গেছেন। আগামী পাঁচ মাসের মধ্যে আরও ৩ হাজার ৬০০ কর্মী সেখানে নিজেদের কর্মক্ষেত্রে যোগ দেবেন। একই সঙ্গে কাজের চাহিদা থাকায় বাংলাদেশ থেকে এ বছর আরও ১ হাজার কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়া দূতাবাস।

দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি কর্মীরা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং-কুন। 

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আবার কাজে যেতে ইচ্ছুক কর্মীদের অনলাইনে নিবন্ধন চলছে। ৩ আগস্ট শুরু হওয়া এ নিবন্ধন আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। এ ছাড়া কোরিয়ান ভাষার পরীক্ষা দিতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে।

দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে অদক্ষ শ্রমিক নেয়। ২০০৮ সালে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়া শুরুর পর এ বছরই সবচেয়ে বেশিসংখ্যক কর্মী সে দেশে যাচ্ছে। এর আগে এক বছরে ২ হাজার ৬৯১ কর্মী গিয়েছিল ২০১০ সালে।

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব