হোম > জাতীয়

জুলাইয়ের তুলনায় আগস্টে ডেঙ্গু রোগী বেড়েছে সাড়ে ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট কিছুতেই কমছে না। গত জুলাইয়ের তুলনায় আগস্ট জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি ছিল। আগস্টে আগের মাসের তুলনায় প্রায় সাড়ে ৫ হাজার রোগী বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন। তাঁদের মধ্যে ঢাকায় ২২০ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন। আগের দিন রোগী ভর্তি হয়েছিলেন ২৩৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ছিলেন ২১৩ জন এবং বাইরে ২০ জন। 

চলতি মাসে আজ (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৯৮ জন। আর গত জুলাইতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন। অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্টে রোগী বেড়েছে ৫ হাজার ৪১২ জন। গত জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন এবং চলতি আগস্টে তারা গেছেন ৩০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৩৫৭ জন রোগী। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ১১০ জন। আর দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪৭ জন ডেঙ্গু রোগ। আর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন ৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও ঢাকা শিশু হাসপাতালে ১৭ জনসহ মোট ৭৮ জন। 
ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। গত শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করে। আর গত রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হন নগরবাসী। 

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র