হোম > জাতীয়

রাজনৈতিক সংকট থাকলে শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত সম্ভব নয়: সিইসি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক চাপ ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া তিনি বলেন, ‘রাজনৈতিক সংকট থাকলে ইভিএম বা ব্যালট কোনো কিছুতেই শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা সম্ভব নয়।’

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, ‘এমনকি কোনো দলকে নির্বাচনে আনার কৌশলও ছিল না।’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রাজনৈতিক সংকট না কাটলে শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা ইভিএমেও যেমন পুরোপুরি সম্ভব নয়, ব্যালটেও সম্ভব নয়। বিষয়টি আপেক্ষিক হতে পারে। অধিকতর ভালো যেটা আমরা সব সময় বিশ্বাস করেছিলাম, ব্যালটের চেয়ে ইভিএমের ভোটটা অনেক বেশি নিরাপদভাবে গ্রহণ করা সম্ভব হয়।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইভিএম বা ব্যালটে কিন্তু আমাদের নির্বাচনের মোটেই বড় চ্যালেঞ্জ নয়। আমাদের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে রাজনৈতিক সংকটটা বিরাজ করছে। নির্বাচনে সবাই বা প্রধানতম দলগুলো অংশগ্রহণ করবে কি করবেন না, সেটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ।’ 
 
সিইসি বলেন, ‘বড় দলগুলো একেবারেই অংশগ্রহণ করল না। নির্বাচনে লিগ্যালিটি নিয়ে কোনো সংকট হবে, লেজিটিমেসি শূন্যের কোঠায় চলে যেতে পারে। লিগ্যালিটি ও লেজিটিমেসির পার্থক্য বুঝতে হবে। লিগ্যালি নির্বাচন শুদ্ধ হয়ে যাবে। কিন্তু লেজিটিমেট হয়তো হবে না।’

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন