হোম > জাতীয়

দেশে মশকনিধন কার্যক্রম বন্ধ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকাসহ সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। দেশে সিটি করপোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলর না থাকায় মশকনিধন কর্মসূচি বন্ধ রয়েছে। এ কারণে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে।

গত ২৪ ঘণ্টায় দেশে মশার কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৪৭৮ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ও অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী এ খবর পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এপ্রিলে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৫০৪ জন এবং মারা যায় দুজন। মে মাসে শনাক্ত বেড়ে হয় ৬৪৪ জন এবং মৃত্যু হয় ১২ জনের। জুনে শনাক্ত হয় ৭৯৮ জন এবং মৃত্যু হয় ৮ জন। জুলাইতে মৃত্যু হয় ১২ জন এবং রোগী শনাক্ত ২ হাজার ৬৬৯ জন। আর আগস্টে মৃত্যু বেড়ে হয় ৩০ জন এবং রোগী শনাক্ত হয় ৬ হাজার ৯৯৯ জন। 

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। আর শনাক্ত হয় ৪৭৬ জন। আগের দিন মারা যায় চারজন এবং রোগী শনাক্ত হয় ৩৪৬ জন। দেশে গত আট মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬ জন এবং রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩১৯ জন। 

সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক ডামাডোলের কারণে মশা মারা হচ্ছে না। নিয়মিত মশকনিধন কার্যক্রম নেই। বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হবে। গত দুই মাসের প্রতিবেদনে তা ক্রমশই স্পষ্ট হয়ে ওঠেছে। 

ঢাকা মশক নিবারণী দপ্তরের জুলাই মাসের তথ্য অনুযায়ী, অনুমোদন পদ রয়েছে ৩৯৬টি। আর শূন্য পদ রয়েছে ১৮১টি। এর মধ্যে চতুর্থ শ্রেণির শূন্য রয়েছে ১৫৪টি। প্রয়োজনীয় লোকবলের অভাবেও মশকনিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা