হোম > জাতীয়

মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের জামিন আবেদন খারিজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৩ মার্চ মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। 

শুনানিতে মনসুরুল হক বলেন, বাবুল আক্তার দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। এই মামলায় ৯৭ জন সাক্ষী। আদালত বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিচ্ছি।’ মনসুরুল হক বলেন, ছয় মাস কেন, ছয় বছরেও নিষ্পত্তি হবে না। আপনি লিখে দেন, নিষ্পত্তি না হলে জামিন বিবেচনা করতে।’ আদালত বলেন, ‘কত দিন কাস্টডি?’ মনসুরুল হক বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে।’ 

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ছয় মাসে হবে না। এক বছর করে দেন।’ আদালত বলেন, ‘ছয় মাসের মধ্যে অনেক বড় বড় মামলা নিষ্পত্তি করেছি।’ একপর্যায়ে আদালত আদেশ লিখতে শুরু করলে মনসুরুল হক বলেন, ‘নট প্রেস করে দেন।’

পরে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব