হোম > জাতীয়

মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের জামিন আবেদন খারিজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৩ মার্চ মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। 

শুনানিতে মনসুরুল হক বলেন, বাবুল আক্তার দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। এই মামলায় ৯৭ জন সাক্ষী। আদালত বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিচ্ছি।’ মনসুরুল হক বলেন, ছয় মাস কেন, ছয় বছরেও নিষ্পত্তি হবে না। আপনি লিখে দেন, নিষ্পত্তি না হলে জামিন বিবেচনা করতে।’ আদালত বলেন, ‘কত দিন কাস্টডি?’ মনসুরুল হক বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে।’ 

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ছয় মাসে হবে না। এক বছর করে দেন।’ আদালত বলেন, ‘ছয় মাসের মধ্যে অনেক বড় বড় মামলা নিষ্পত্তি করেছি।’ একপর্যায়ে আদালত আদেশ লিখতে শুরু করলে মনসুরুল হক বলেন, ‘নট প্রেস করে দেন।’

পরে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার