হোম > জাতীয়

ডেঙ্গুতে মোট মৃত্যু ২০১৯ সালের রেকর্ড ভেঙে ১৮২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংসসহ অন্যান্য ব্যবস্থা পর্যাপ্ত নয় বলেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিদিনই হাজারখানেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত একদিনেও আট শতাধিক রোগী ভর্তি হয়েছেন। মারা গেছেন পাঁচজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬২ জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৪৫০ জন এবং ঢাকার বাইরে ৩৭০ জন। এতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ যাবত ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০২ জনে। একদিনে মারা গেছেন ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে ঠেকেছে।

সে হিসাবে প্রাণহানি ২০১৯ সালের সর্বোচ্চ মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল।  ওই বছর শুধু সরকারি হিসাবেই রেকর্ড ১৭৯ জনের মৃত্যু হয়। যদিও বেসরকারি হিসাবে মৃত্যু তিনশ’র বেশি।

মঙ্গলবার সকাল পর্যন্ত সরকারি হিসাবের আওতায় থাকা সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩ হাজার ২২৩ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৭৬ জন।

চলমান ভয়াবহ পরিস্থিতি চলতি সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে ধারণা কীটতত্ত্ববিদদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, যেহেতু পরিস্থিতি এখনো ঊর্ধ্বমুখী তাই স্থানীয় সরকারের জোরালো পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা খুবই জরুরি। উভয়ের এগিয়ে আসার মাধ্যমে এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব।

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি