মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। এই বিভাগের সংস্থাপন অধিশাখায় জরুরি ভিত্তিতে নিজেদের সম্পদ বিবরণী জমা দিতে গত ২৭ জুলাই নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশনা দিয়ে গত ২৪ জুন সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার বিধি ১১,১২ ও ১৩-তে সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রয় ও সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রী উল্লিখিত বিধিগুলো কার্যকরভাবে কর্মকর্তাদের অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে জোর নির্দেশনা দিয়েছেন।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী, পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার কথা। কিন্তু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তা মানেন না।