হোম > জাতীয়

রাস্তা বন্ধ না করে সোহরাওয়ার্দীতে কর্মসূচি দেন, শিক্ষার্থীদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

সড়ক আটকে জনদুর্ভোগ সৃষ্টি না করে কোনো মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাত কলেজের বিষয়টি মূলত শিক্ষা মন্ত্রণালয়ের। তারপরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চলে আসে। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘রাস্তা বন্ধ না করে কোনো মাঠ বা সোহরাওয়ার্দীতে কর্মসূচি দেন। যানজটে জনগণের দুর্ভোগ হয়। ছাত্ররা সব সময়ই পজিটিভ কাজ করে, তারপরেও দু-একটি ভুল হয়ে যেতে পারে।’

উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদেরও ধৈর্য ধরার অনুরোধ। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।’

উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন পথচারীসহ অন্তত ৩৪ জন।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ