হোম > জাতীয়

রাস্তা বন্ধ না করে সোহরাওয়ার্দীতে কর্মসূচি দেন, শিক্ষার্থীদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

সড়ক আটকে জনদুর্ভোগ সৃষ্টি না করে কোনো মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাত কলেজের বিষয়টি মূলত শিক্ষা মন্ত্রণালয়ের। তারপরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চলে আসে। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘রাস্তা বন্ধ না করে কোনো মাঠ বা সোহরাওয়ার্দীতে কর্মসূচি দেন। যানজটে জনগণের দুর্ভোগ হয়। ছাত্ররা সব সময়ই পজিটিভ কাজ করে, তারপরেও দু-একটি ভুল হয়ে যেতে পারে।’

উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদেরও ধৈর্য ধরার অনুরোধ। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।’

উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন পথচারীসহ অন্তত ৩৪ জন।

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা হচ্ছে, বদলে যাচ্ছে মহিলা-শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

স্বাস্থ্যতে একীভূত হচ্ছে দুই বিভাগ, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সাতক্ষীরা জেলা

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা