হোম > জাতীয়

রাস্তা বন্ধ না করে সোহরাওয়ার্দীতে কর্মসূচি দেন, শিক্ষার্থীদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

সড়ক আটকে জনদুর্ভোগ সৃষ্টি না করে কোনো মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাত কলেজের বিষয়টি মূলত শিক্ষা মন্ত্রণালয়ের। তারপরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চলে আসে। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘রাস্তা বন্ধ না করে কোনো মাঠ বা সোহরাওয়ার্দীতে কর্মসূচি দেন। যানজটে জনগণের দুর্ভোগ হয়। ছাত্ররা সব সময়ই পজিটিভ কাজ করে, তারপরেও দু-একটি ভুল হয়ে যেতে পারে।’

উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদেরও ধৈর্য ধরার অনুরোধ। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।’

উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন পথচারীসহ অন্তত ৩৪ জন।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন