হোম > জাতীয়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারিগরি শিক্ষায় বিরাজমান সমস্যাদি নিরসনে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। একই সঙ্গে পেশাগত দাবি বাস্তবায়নে কালক্ষেপণের প্রতিবাদে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছেন তারা।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এসব দাবি ও কর্মসূচি তুলে ধরে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাষ্ট্রের প্রধান নির্বাহীর সুস্পষ্ট ঘোষণা ও নির্দেশনা সত্ত্বেও কারিগরি আমলাচক্রের কুটকৌশলে এক যুগেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি। তাঁদের মতে, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন না হওয়াটা রাষ্ট্রদ্রোহের শামিল।

সংবাদ সম্মেলনে তুলে ধরা চার দফা দাবি হলো—

এক. চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তরের উদ্যোগ বন্ধ করতে হবে। দুই. প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮-এর সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে। তিন. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করা এবং প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবি নির্ধারণ করতে হবে। চার.২৯টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করতে হবে। 

এসব দাবি বাস্তবায়নে তাঁদের আন্দোলনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ থেকে ২৪ জুন সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠানো এবং দাবি আদায়ে সহযোগিতা কামনা করে মতবিনিময়। ২৬ জুন থেকে ২ জুলাই দাবি বাস্তবায়নে সহযোগিতা কামনা করে মন্ত্রিপরিষদ সদস্য ও মন্ত্রণালয়ের সচিববৃন্দের কাছে চিঠি পাঠানো ও মতবিনিময়। ১৫ জুলাই থেকে ৩১ জুলাই সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মতবিনিময় ও প্রতিবাদ সমাবেশ।

১ আগস্ট থেকে ৩০ আগস্ট প্রত্যেক জেলায় সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণে শোকাবহ আগস্টের আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন। ৪ সেপ্টেম্বর ৪ দফা দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্যসচিব মির্জা এ টি এম গোলাম মোস্তফা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের আহ্বায়ক ফজলুর রহমান খান ও আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান। এ ছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম আক্তার, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি