হোম > জাতীয়

ছাত্রদল নেতা আতিকুরের অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে অবিলম্বে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। রাসেলের বাবার করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আতিকুরকে অবৈধভাবে হেফাজতে রাখা হয়নি, তা নিশ্চিত করতে তাঁকে আদালতে হাজির করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। এর আগে আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার গত ১০ জুলাই রিটটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আতিকুর রহমানের বাবা গত ২ জুলাই লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরও ছেলের খোঁজ না পেয়ে রিট করেন তিনি। হাইকোর্ট আতিকুর রহমানের অবস্থান জানাতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন