হোম > জাতীয়

ট্রাফিক ব্যবস্থায় ছাত্রদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের নিয়োগের প্রস্তাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ১ হাজার ছাত্রের পাশাপাশি অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়োগের প্রস্তাব জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাফিকের একটা সমস্যা রয়ে গেছে। ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা ১ হাজার ছাত্র নিয়োগ দেওয়ার বিষয়ে প্রপোজাল পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত ৪০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আরও একটি প্রপোজাল পাঠিয়েছিলাম যে, বিভিন্ন বাহিনীর যাঁরা অবসরে গিয়েছেন, তাঁদের নিয়োগ দিয়ে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত করা। তবে অবসরপ্রাপ্তরা এ বিষয়ে রেসপন্স খুব কম দিয়েছেন। আমি ভেবেছিলাম, তাঁরা অনেকে আসতে চাইবেন। কিন্তু ওই রকম সংখ্যা পাইনি। তবে আমরা আপাতত ৫০-৬০ জনের মতো পেয়েছি। আমরা চেয়েছিলাম অন্তত ৫০০ জন দিয়ে শুরু করি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাঁরা আহত হয়েছেন, তাদের পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে তো আর নেওয়া যাবে না, তবে একেকজন একেকভাবে আহত হয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আহতদের মধ্যে কয়েকজনকে আমরা পুলিশে নেব। আমরা দ্রুত এ বিষয়ে কার্যক্রম শুরু করব। আমরা আপাতত ১০০ জন আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি। পরে এই সংখ্যা আরও বাড়াব।’

শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিকিংয়ের বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাঁরা যেন পড়াশোনা ঠিক রাখতে পারেন, সে জন্য তাঁদের আমরা সময় কম দিয়েছি। তাঁরা যেন পড়াশোনাও করতে পারেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করতে পারেন সেই ব্যবস্থা করেছি। তাঁদের একটা সম্মানীও দেওয়া হচ্ছে। তারা রাস্তায় দু-তিন ঘণ্টা কাজ করবেন।’

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে