হোম > জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ট্রাক ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানের মালিক-শ্রমিকেরা। আজ সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তাঁরা এ ঘোষণা দেন। 

রাত পৌনে ৮টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৈঠকে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটিএর চেয়ারম্যানও অংশ নেন। 

বৈঠক শেষে আন্দোলনকারীদের পক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। 

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকদের দাবি যৌক্তিক। এ কারণে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে অনুরোধ করবো তাঁদের সেবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে। আমাদের সঙ্গে মালিক শ্রমিকেরা আলোচনা করে এখন থেকেই ধর্মঘট স্থগিত করেছেন। এখন থেকেই পরিবহন চলবে। 

ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে তিন দফা দাবিতে পণ্যবাহী যানবাহন মালিকেরা ধর্মঘট ডাকেন। গত বুধবার মধ্যরাত থেকে এ মূল্য কার্যকর হয়েছে। প্রতিবাদে পরদিন থেকেই পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চালানো বন্ধ করে দেন মালিকেরা। 

ভাড়া বাড়ানোর দাবিতে গণপরিবহন মালিকেরাও যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। তবে গতকাল রোববার বাস ও লঞ্চমালিকদের সঙ্গে পৃথক বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ করে দেয় সরকার। এরপর তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন