হোম > জাতীয়

চলতি বছর ডেঙ্গু রোগী ২৩ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪ জন। এসব রোগীদের মধ্যে সুস্থ হয়েছে ২২ হাজার ১০১ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৯ জন। মৃত্যু হওয়া ৮৯ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছে ৮২ জন। বাকি ৭ জন ঢাকার বাইরের। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৮৪ জন। এদের মধ্যে ঢাকায় ১৫১ জন এবং বাইরে ৩৩ জন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ১৮২ জন। এদের মধ্যে ঢাকায় ১৪১ জন এবং বাইরে ছিল ৪১ জন। আগের দিন একজনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৮৫৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৮৬৪ জন এবং ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭১১ জন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৫৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ঢাকা শিশু হাসপাতালের ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে একজন করে মোট ৭৪ জন। এই ৭৪ জন সরকারি-স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

কীটতত্ত্ববিদেরা জানিয়েছেন, বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা। 

একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

পুনর্বাসন ফ্ল্যাটে অনিয়ম: কাদের ও ১৩ সাবেক সচিবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন