গত কয়েক দিনে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শুক্রবার ২২ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ১৩০ জন। এ সময় সুস্থ হয়েছে ২১ হাজার ২৬৬ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২৩ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১১৬ জন এবং অন্যত্র সাতজন। ডেঙ্গুতে আক্রান্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৮০ জন এবং ঢাকার সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২৫ জন রোগী ভর্তি আছে। ঢাকার বাইরে আছে ১৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১৯ জন, ঢাকা শিশু হাসপাতালের নয়জন, মুগদা জেনারেল হাসপাতালে একজন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হাসপাতালে পাঁচজন, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চারজন ও অসংক্রামক ব্যাধি হাসপাতাল একজনসহ মোট ৩৯।
কীটতত্ত্ববিদেরা বলেছেন বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, গত সপ্তাহে কয়েক দিন বৃষ্টিপাত হয়েছে। সাময়িকভাবে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসলেও বৃষ্টিপাত হওয়ার দুই সপ্তাহ অতিক্রম না হওয়া পর্যন্ত প্রকৃত চিত্র জানা যাবে না।
এদিকে স্থানীয়দের দাবি, ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় ধীর গতিতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে ঢাকার দুই সিটি করপোরেশন। রাজধানীর অনেক এলাকায় এখন নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।