হোম > জাতীয়

স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একাত্তরে যেসব দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, পাকিস্তানকে সহায়তা দিয়েছিল, সেসব দেশে স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা আশ্রয় নিয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাকারী এবং তাদের সন্তানেরা সেসব দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 

আজ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। 

সরকার বুদ্ধিজীবীদের হত্যাকারীদের ফিরিয়ে আনার চেষ্টা করছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই সরকার অবশ্যই বুদ্ধিজীবীদের হত্যার বিচারে বদ্ধপরিকর। অনেকেই বিদেশে পালিয়ে আছে। যেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে আছে, সেসব দেশে বুদ্ধিজীবীদের খুনি ও তাদের সন্তানেরাও আছে। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সেসব দেশ থেকে আমরা এখনো পরিপূর্ণ সাহায্য পাচ্ছি না।’

১৯৭১ সালে রাজাকার-আলবদররা মিলে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে তারা। এরাই আবার বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে। এরই মধ্যে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলমান আছে। 

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকামিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা