হোম > জাতীয়

স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একাত্তরে যেসব দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, পাকিস্তানকে সহায়তা দিয়েছিল, সেসব দেশে স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা আশ্রয় নিয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাকারী এবং তাদের সন্তানেরা সেসব দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 

আজ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। 

সরকার বুদ্ধিজীবীদের হত্যাকারীদের ফিরিয়ে আনার চেষ্টা করছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই সরকার অবশ্যই বুদ্ধিজীবীদের হত্যার বিচারে বদ্ধপরিকর। অনেকেই বিদেশে পালিয়ে আছে। যেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে আছে, সেসব দেশে বুদ্ধিজীবীদের খুনি ও তাদের সন্তানেরাও আছে। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সেসব দেশ থেকে আমরা এখনো পরিপূর্ণ সাহায্য পাচ্ছি না।’

১৯৭১ সালে রাজাকার-আলবদররা মিলে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে তারা। এরাই আবার বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে। এরই মধ্যে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলমান আছে। 

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর