হোম > জাতীয়

স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একাত্তরে যেসব দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, পাকিস্তানকে সহায়তা দিয়েছিল, সেসব দেশে স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা আশ্রয় নিয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাকারী এবং তাদের সন্তানেরা সেসব দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 

আজ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। 

সরকার বুদ্ধিজীবীদের হত্যাকারীদের ফিরিয়ে আনার চেষ্টা করছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই সরকার অবশ্যই বুদ্ধিজীবীদের হত্যার বিচারে বদ্ধপরিকর। অনেকেই বিদেশে পালিয়ে আছে। যেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে আছে, সেসব দেশে বুদ্ধিজীবীদের খুনি ও তাদের সন্তানেরাও আছে। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সেসব দেশ থেকে আমরা এখনো পরিপূর্ণ সাহায্য পাচ্ছি না।’

১৯৭১ সালে রাজাকার-আলবদররা মিলে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে তারা। এরাই আবার বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে। এরই মধ্যে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলমান আছে। 

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’