হোম > জাতীয়

ঈদযাত্রায় রেলে স্বস্তি, নিরাপত্তায় কড়াকড়ি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন স্তরের টিকিট চেকিং পার হয়ে নির্ধারিত প্ল্যাটফরমে ট্রেনের অপেক্ষা করছেন আব্দুর রহিম। পেশায় শিক্ষক আব্দুর রহিম যাবেন সিলেটে। টানা দুই সপ্তাহের ছুটি পেয়েছেন তিনি। জয়ন্তিকা এক্সপ্রেসের এই যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবারই চেকিং থাকে। তবে এবার একটু কড়াকড়ি। তিন জায়গাতে টিকিট চেক করেছে।’ 

এদিকে, অগ্রিম টিকিটে রেলের ঈদযাত্রার আজ তৃতীয় দিন। আজ শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা ভিড় জমিয়েছে ঘরে ফেরার তাগিদে। এই দিনের টিকিট দেওয়া হয়েছিল গত ২৬ মার্চ। সকাল থেকে মোটামুটি সব ট্রেনই সময়মতো স্টেশন ছেড়েছে। 

এরই মধ্যে আজ থেকে চালু হয়েছে ঈদযাত্রার বিশেষ ট্রেন। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা বিশেষ ট্রেনটি সকাল ৯টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। প্রায় সব ট্রেনেই ভালো রকমের ভিড় লক্ষ করা গেছে। তবে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। 

রেলের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম বলেন, ‘আজ ৬৭টি ট্রেন ঢাকা ছাড়বে। এর মধ্যে ৪২টি আন্তনগর, বাকিগুলো কমিউটার ও মেইল ট্রেন। দুটি আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশন থেকে ছাড়বে।

সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনের প্রবেশমুখেই কেবল যেসব গাড়িতে ট্রেনের যাত্রী আছে, সেগুলোকেই স্টেশন এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এরপর যাত্রীরা নেমে প্ল্যাটফরমে প্রবেশ করছে। এবার দ্বিতীয় ধাপে টিকিট পরীক্ষা করছেন টিটিই ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর চেক করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। শেষ দফায় প্ল্যাটফরমে প্রবেশের ঠিক আগে আরও এক দফায় জাতীয় পরিচয়পত্র ও টিকিট চেক করে দেখা হচ্ছে। 

স্টেশন সূত্রে জানা গেছে, বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে গেছে। ট্রেন চলাচলের শিডিউলে ৫-১০ মিনিটের মতো সামান্য বিলম্ব থাকলেও বড় ধরনের কোনো বিলম্ব নেই। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘সাধারণত এক থেকে দুই ঘণ্টা ছাড়তে দেরি হলে সেটাকে বিলম্ব বলা হয়। যেমন দুই ঘণ্টা বিলম্বে ট্রেনটি ছেড়ে গেল। এখন ঈদ যাত্রায় আধা ঘণ্টা বা এক ঘণ্টাকে মার্জিনাল ডিলে বলা হয়।’ 

জামালপুরের তারাকান্দি অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী হাসান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত ঈদযাত্রা অনেকটা স্বস্তির মনে হচ্ছে। অনলাইনে টিকিট কিনেছি। তিন বার চেক হয়েছে টিকিট।’ হাসান আলী জানালেন, টানা ছুটি পাওয়ায় আগেভাগে আজই পরিবারসহ ঢাকা ত্যাগ করছেন তিনি।

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি