হোম > জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাসউদ ও সমন্বয়ক রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ওয়াসা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে।

আজ শনিবার বিকেলে নগরের ওয়াসা মোড়ে একটি অফিসে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাসেল আহমেদ বলেন, ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত “ডট গ্যাং” নামের একদল লোক ওই হামলা চালিয়েছে। আমি, মাসউদসহ বেশ কয়েকজন অফিসে অবস্থান করছিলাম। এমন সময় ডট গ্যাংয়ের সদস্যরা ওই অফিস অবরুদ্ধ করে হামলা চালায়। এতে আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়ি।’

ঘটনার বর্ণনা দিয়ে আজ রাত সাড়ে ৮টার দিকে নগরের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অবরুদ্ধ ও হামলার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন তাঁরা।

চট্টগ্রাম নগর দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ‘ওয়াসা মোড়ে হামলার ঘটনা শুনেছি। থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তাঁরা। পরে পথসভায় বক্তব্য দেন আব্দুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদ।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকামিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা