হোম > জাতীয়

দেশে করোনায় আরও ৬ মুত্যু, কমেছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭৬ জন। এ নিয়ে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৯৫, আর রোগী শনাক্ত দাঁড়াল ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন। 

আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

যেখানে গতকাল এক দিনে তিনজনের মৃত্যু এবং ২৪৩ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ। যেখানে গতকাল এ হার ছিল ১ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৯ লাখ ৬২ হাজার ৪৭৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী। এই সময়ে ঢাকা বিভাগে তিনজন, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে কোভিড রোগী মারা গেছেন। 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

জিয়াউর রহমানের সমাধির পাশেই হতে পারে খালেদা জিয়ার দাফন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

রাষ্ট্রীয় কর্মসূচি ঠিক করতে উপদেষ্টাদের বৈঠক, দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশনা

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর শোক

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, থাকছেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট