হোম > জাতীয়

বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট চালালেন নারীরাই

দক্ষতা ও পেশাদারত্বের জন্য নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান দেখাতে আন্তর্জাতিক নারী দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রথমবারের মতো শুধু নারী ক্রুদের দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

আজ শুক্রবার বেলা আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়া ঢাকা-দাম্মাম রুটের বিমানের ফ্লাইটের (বিজি-৩৪৯) সব ক্রু ছিলেন নারী। ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু এবং ককপিট ক্রুর সবাই নারী। এই ফ্লাইটের পাইলট বিমানের সিনিয়র নারী ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম। 

বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে স্মার্ট এয়ারলাইনস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমানভাবে কাজ করে চলছে বিমানের নারী কর্মকর্তা-কর্মচারীরা। ‘দক্ষতা আর পেশাদারত্বের অসামান্য অবদান রাখা বিমানের নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক’ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের (অতিরিক্ত সচিব) নির্দেশনায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হলো। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী, ইন্সট্রাক্টর পদসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব শাখায় নারী কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করছেন। বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জনসংযোগ), মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) ও প্রধান চিকিৎসা কর্মকর্তার দায়িত্বে আছেন নারী।

বিমানের আছে ১৫ জন অভিজ্ঞ নারী পাইলট। যা পুরুষের তুলনায় আন্তর্জাতিক গড় সংখ্যার প্রায় দ্বিগুণ। বিশ্বে পুরুষের তুলনায় নারী পাইলটের গড় হার ৬ শতাংশ। বাংলাদেশে এটি ১০ দশমিক ৪ শতাংশ বা প্রায় দ্বিগুণ।

বিমানে ৩৪৫ জন প্রশিক্ষিত ও দক্ষ নারী কেবিন ক্রু আছেন। গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশলী, নারী প্রকৌশল ইন্সট্রাক্টরসহ সব শাখায়ও কাজ করছেন নারী কর্মকর্তা ও কর্মচারীরা।

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে রুল

আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী