হোম > জাতীয়

‘শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না’

ঢাবি ও সাভার প্রতিনিধি

সাভারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

আগামী এক-দুই মাসের মধ্যে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপনকালে এ ঘোষণা দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী এক-দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে।’

বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক কমিটি। এই শোভাযাত্রা বাংলামোটরে সংগঠনটির কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ-কাটাবন-পলাশী-শহীদ মিনার ও টিএসসি হয়ে আবার শাহবাগে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। ভবিষ্যতে যারা বিচারের আগে ইলেকশনের পাঁয়তারা করবে, আমরা তাদের জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেব। আমরা বুলেট ক্রস করেছি, ভবিষ্যতে ব্যালটের রেভল্যুশন যদি আসে, সেটাও মোকাবিলা করতে প্রস্তুত। তবে নির্বাচন বিচারের আগে নয়। বিচার হবে তারপর ইলেকশন। আমরা বারবার বলছি, তোমাদের টাকা আছে, তোমাদের ক্ষমতা আছে, আমাদের আছে রক্ত।’

মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘১৯৭১ সালে পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ মুজিব বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল, সার্বভৌমত্ব ভারতের কাছে লিজ দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের দাস বানিয়েছে; খুনি হাসিনা আমাদের বিগত ১৬ বছরে নাগরিক হয়ে উঠতে দেয়নি। ২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে এত রক্তের পরে আমাদের নাগরিক হয়ে ওঠার সুযোগ হয়েছে। বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধভাবে নাগরিক হয়ে উঠব।’

শোভাযাত্রায় সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সদস্য ডা. তাসনীম জারা, মনিরা শারমীনসহ জাতীয় নাগরিক কমিটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষ করে সংগঠনটির কার্যালয়ে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের জানাজা রোববার পৌনে ২টায়

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

‘ওসমান হাদি, দেখে যাও—লক্ষ লক্ষ জনতা তোমার জন্য পাগল’