হোম > জাতীয়

‘শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না’

ঢাবি ও সাভার প্রতিনিধি

সাভারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

আগামী এক-দুই মাসের মধ্যে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপনকালে এ ঘোষণা দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী এক-দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে।’

বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক কমিটি। এই শোভাযাত্রা বাংলামোটরে সংগঠনটির কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ-কাটাবন-পলাশী-শহীদ মিনার ও টিএসসি হয়ে আবার শাহবাগে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। ভবিষ্যতে যারা বিচারের আগে ইলেকশনের পাঁয়তারা করবে, আমরা তাদের জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেব। আমরা বুলেট ক্রস করেছি, ভবিষ্যতে ব্যালটের রেভল্যুশন যদি আসে, সেটাও মোকাবিলা করতে প্রস্তুত। তবে নির্বাচন বিচারের আগে নয়। বিচার হবে তারপর ইলেকশন। আমরা বারবার বলছি, তোমাদের টাকা আছে, তোমাদের ক্ষমতা আছে, আমাদের আছে রক্ত।’

মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘১৯৭১ সালে পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ মুজিব বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল, সার্বভৌমত্ব ভারতের কাছে লিজ দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের দাস বানিয়েছে; খুনি হাসিনা আমাদের বিগত ১৬ বছরে নাগরিক হয়ে উঠতে দেয়নি। ২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে এত রক্তের পরে আমাদের নাগরিক হয়ে ওঠার সুযোগ হয়েছে। বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধভাবে নাগরিক হয়ে উঠব।’

শোভাযাত্রায় সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সদস্য ডা. তাসনীম জারা, মনিরা শারমীনসহ জাতীয় নাগরিক কমিটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষ করে সংগঠনটির কার্যালয়ে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন