নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্মঘটের কারণে তৈরি হওয়া পরিস্থিতিতে লঞ্চমালিকদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ রোববার বেলা ৩টায় মতিঝিলে বিআইডব্লিউটিএর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
গতকাল শনিবার সকাল থেকে কেরোসিন, ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বাড়ানোর দাবিতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকেরা। এদিন সকাল থেকে ধর্মঘটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও টার্মিনাল থেকে লঞ্চ সরিয়ে নেন মালিকেরা।