হোম > জাতীয়

৪৩ দেশের সিইসিকে আমন্ত্রণ জানাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিশ্বের ৪৩টি দেশের নির্বাচন কমিশনকে (ইসি) আমন্ত্রণ জানানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব দেশের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আমন্ত্রণ পাঠানো হবে।

আজ বুধবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘এই বিষয়ে কমিশনের নথি উপস্থাপন করা হয়েছে। ইসি যাদের আমন্ত্রণ জানাবে তাঁরা নিজ খরচে বাংলাদেশ পর্যন্ত আসবেন। এ দেশে পৌঁছানোর পর নির্বাচনের দিনসহ তিন দিন তাঁদের থাকা, খাওয়াসহ যাবতীয় খরচ কমিশন বহন করবেন।’ 

ইসির মুখপাত্র নির্ধারণ 
সিইসি ও নির্বাচন কমিশনারদের মধ্য থেকে গণমাধ্যমে কে বক্তব্য দেবেন তা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা কমিশনের কাছে উপস্থাপন করেছে ইসি সচিবালয়। এতে সব নির্বাচন কমিশনার মতামত দিলে শিগগিরই এ সংক্রান্ত অফিস আদেশ জারি হতে পারে। ওই আদেশ জারি হলে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সচিব শুধুমাত্র গণমাধ্যমে বক্তব্য দেবেন। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, বিধিমালায় বলা আছে—নির্বাচন কমিশনের পক্ষে সচিব মুখপাত্র হিসেবে কাজ করবেন। সেখানে নির্বাচন কমিশনারদের গণমাধ্যমে বক্তব্য দেওয়ার বিষয়ে কিছু বলা নেই। তবে নির্বাচন কমিশনাররা বিচ্ছিন্নভাবে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় কমিশনের ভেতর ও বাইরে ভুল বোঝাবুঝির ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক