হোম > জাতীয়

নিবন্ধন স্থগিত হলেও ‘নৌকা’ আওয়ামী লীগেরই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ আপাতত নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত তালিকায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি আরও জানিয়েছেন, ‘শাপলা’ প্রতীক যুক্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নৌকা প্রতীকের বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ, নৌকা নির্বাচন কমিশনের তফসিলভুক্ত প্রতীক। নির্বাচন কমিশন সেখান থেকে প্রতিটি রাজনৈতিক দলকে একটি প্রতীক বরাদ্দ দিয়ে থাকে। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত।’

শাপলা প্রতীক যুক্ত হচ্ছে কি না—জানতে চাইলে আব্দুর রহমানেল বলেন, আজকে পর্যন্ত এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে হয় কি না, সেটি পরে দেখা যাবে।

এর আগে আজ বেলা ১১টা থেকে দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এ সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা উপস্থিত ছিলেন।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন