হোম > জাতীয়

তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আজকের পত্রিকা ডেস্ক­

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরীর দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন পুলিশ কর্মকর্তা হলেন রাজধানীর মিরপুর বিভাগের সাবেক এডিসি মইনুল ইসলাম, চানখাঁরপুল এলাকার ঘটনায় শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মোহাম্মদ আরশাদ হোসেন ও রামপুরা–বাড্ডার ঘটনায় উপপরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকার।

এর আগে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনাল আরশাদ হোসেনের মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি ও অপর দুজনের ২৪ মার্চ দিন ধার্য করেছেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ও বি এম সুলতান মাহমুদ।

পরে এম এইচ তামিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা ১৮ বছর বয়সী এক কিশোরকে বারবার গুলি করা হচ্ছিল। ওই সময় গুলি করেছিলেন চঞ্চল চন্দ্র সরকার।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল