দেশের প্রধান দুই শত্রু মাদক ও দুর্নীতি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বুধবার দুপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর ৩২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণের অনুষ্ঠান ছিল।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যাতে দেশ থেকে উঠে যায় এই বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে। মাদক জাতি দেশে না ঢুকতে পারে সে বিষয়ে আমাদের আরও কঠোর অবস্থানে থাকতে হবে।’
উপদেষ্টা বলেন, ঢাকায় ২৫০ শয্যবিশিষ্ট সরকারি একটি মাদক নিরাময় কেন্দ্র রয়েছে। দেশের আরও সাতটি বিভাগে নিরাময় কেন্দ্র করার পরিকল্পনা করা হয়েছে। দেশের মাদক নিরাময় কেন্দ্রের জন্য ১৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। যাতে দেশে মাদক না ঢুকে এ ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে।