হোম > জাতীয়

১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল, সেটি নিয়ে কমিশন কিছু বলছে না: সাবেক আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। ছবি: সংগৃহীত

১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। যদি তাই হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। কিন্তু তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা।

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা পুলিশ সংস্কার কমিশনকে ব্যর্থ উল্লেখ করে বলেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে, অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা দরকার যদি এই কথা বলা হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। এই পুলিশ কমিশন ১৮৬১ সালের পুলিশ আইন নিয়ে কিছু বলে না, গন্ডগোল কিন্তু ওইখানেও আছে।

পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় বক্তা ও অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

সাবেক আইজিপি আরও বলেন, ‘পুলিশ সংস্কারে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে জরুরি। তা না থাকলে পুলিশ কীভাবে জনকল্যাণে কাজ করবে? যাদের জন্য আমরা আজ কথা বলতে পারছি, ভবিষ্যতে তা পারব কি না তার কোনো গ্যারান্টি নেই।’

নুরুল হুদা বলেন, ‘বর্তমানে পুলিশের অনেক কর্মকর্তাই দুর্নীতিতে নিমজ্জিত। তিন মাসেই বাড়ি-গাড়ির মালিক হয়ে যাচ্ছেন। এক আইজিপি একবার বলেছিলেন, ‘‘ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়িতে থাকা ভালো’’। এখনকার পুলিশ কর্মকর্তারা এ কথায় বিশ্বাস করেন না।’

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এতে উপস্থাপনা করেন। আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির মঞ্জু, কর্মকমিশনের সদস্য অধ্যাপক সায়মা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, খেলোয়াড় ও বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি গোলাম রসুল।

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা