হোম > জাতীয়

১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল, সেটি নিয়ে কমিশন কিছু বলছে না: সাবেক আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। ছবি: সংগৃহীত

১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। যদি তাই হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। কিন্তু তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা।

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা পুলিশ সংস্কার কমিশনকে ব্যর্থ উল্লেখ করে বলেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে, অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা দরকার যদি এই কথা বলা হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। এই পুলিশ কমিশন ১৮৬১ সালের পুলিশ আইন নিয়ে কিছু বলে না, গন্ডগোল কিন্তু ওইখানেও আছে।

পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় বক্তা ও অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

সাবেক আইজিপি আরও বলেন, ‘পুলিশ সংস্কারে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে জরুরি। তা না থাকলে পুলিশ কীভাবে জনকল্যাণে কাজ করবে? যাদের জন্য আমরা আজ কথা বলতে পারছি, ভবিষ্যতে তা পারব কি না তার কোনো গ্যারান্টি নেই।’

নুরুল হুদা বলেন, ‘বর্তমানে পুলিশের অনেক কর্মকর্তাই দুর্নীতিতে নিমজ্জিত। তিন মাসেই বাড়ি-গাড়ির মালিক হয়ে যাচ্ছেন। এক আইজিপি একবার বলেছিলেন, ‘‘ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়িতে থাকা ভালো’’। এখনকার পুলিশ কর্মকর্তারা এ কথায় বিশ্বাস করেন না।’

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এতে উপস্থাপনা করেন। আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির মঞ্জু, কর্মকমিশনের সদস্য অধ্যাপক সায়মা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, খেলোয়াড় ও বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি গোলাম রসুল।

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে