হোম > জাতীয়

এবার নিবন্ধনের দৌড়ে এগিয়ে থাকা বিএনএমের বিরুদ্ধে ইসিতে অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিবন্ধন পেতে যাওয়া নতুন দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) পর এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা পড়েছে। বিএনএমের ২০টি উপজেলার সঠিক তথ্য পাওয়া যায়নি দাবি করে আইনজীবী আবু নাসের খান জনস্বার্থে আজ রোববার ইসির প্রাপ্তি জারি শাখায় ইসি সচিব বরাবর লিখিত অভিযোগ জমা দেন। 

আবু নাসের খান তাঁর লিখিত অভিযোগে বলেন, ‘মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলটির ৮০টি উপজেলার তথ্য সম্পূর্ণ ঠিক পাওয়া গেছে এবং ২০টি উপজেলা বা থানার সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। সম্পূর্ণ সঠিক পাওয়া যায়নি এ রকম উপজেলা ও থানাসমূহের ১০ শতাংশ অর্থাৎ, মাত্র দুটি উপজেলা (রাজশাহী জেলার বাগমারা ও পুঠিয়া উপজেলা) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ১৮টি উপজেলায় বিএনএমের সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। তা যাচাই-বাছাই না করেই কমিশন এই দলকে সব শর্ত পূরণ করেছে মর্মে নিবন্ধনের জন্য বাছাই করেছে। কমিশনের নিজের দেওয়া তথ্য ও উপাত্ত অনুযায়ী এই স্ববিরোধী ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের জন্য পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। আমি মনে করি এই ভুলের জন্য ভবিষ্যতে কমিশনকে মারাত্মক আইনি চ্যালেঞ্জ এমনকি বিচারের মুখোমুখি হওয়া লাগতে পারে। কমিশন যদি এ রকম ত্রুটি ও বিভ্রান্তিকর পন্থার একটি দলকে নিবন্ধন প্রদান করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বৈষম্যমূলক আচরণে দায়ী হতে পারে, যা সংবিধান ও আইনের চরম লঙ্ঘন।’ 

এই আইনজীবী লিখিত বক্তব্যে আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে প্রতীয়মান হয় দলটি একটি কার্যকর রাজনৈতিক দল নয় বরং একটি ভুঁইফোড় অকার্যকর রাজনৈতিক সংগঠন। 

এর আগে বৃহস্পতিবার বিএসপি চেয়ারম্যানের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ জমা দেন তাঁর আপন ছোট ভাই। 
 
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির নিবন্ধন পেতে ৯৩টি নতুন রাজনৈতিক দল আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে টিকে যায় ১২টি দল। তদন্ত শেষে গত রোববার মাত্র দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় কমিশন। এরপর কারও কোনো আপত্তি আছে কি না, তা জানার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাবি আপত্তি জানাতে বলে ইসি। দাবি আপত্তি শেষে এ দুই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তবে এর মধ্যেই দুটি দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।

পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট

পাকিস্তান সফরে বিমানবাহিনীর প্রধান, আলোচনায় জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয়

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার