হোম > জাতীয়

মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানিয়েছেন। 

মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতাযুদ্ধে শরিক হয়েছিলাম, আমাদের অগণিত শহীদ বুদ্ধিজীবী প্রাণ দিয়েছিলেন, দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি। আজ দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়েছে। মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার।’ এ সময় তিনি সবাইকে সংগ্রামের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। 

আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক মানুষের ওপর ‘অত্যাচার-নির্যাতন’ চালিয়ে যাচ্ছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল; সবকিছু ভূলুণ্ঠিত করে এখন একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসকগোষ্ঠী বিভিন্নভাবে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে।’ 

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। তিনি আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না।’ 

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ