ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার সারাদেশে যাত্রীবাহীসহ পণ্যবাহী সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (অপারেশন) মো. রেজাউল হক।
রেজাউল হক বলেন, ঈদ উপলক্ষে অন্যান্য বারের মত এবার ঈদের দিন চলবে না কোন বিশেষ ট্রেনও। ট্রেন চলাচল একদিন বন্ধ থাকার পর। ঈদের পরের দিন আগামী ২২ জুলাই আবারও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।
এদিক, করোনার বিধিনিষেধ শিথিল করায় গত ১৫ জুলাই থেকে চালু হয়েছিল যাত্রীবাহী ট্রেন চালাচল। আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে ফলে। ২৩ জুলাই থেকে আবারও সকল রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে।
তবে, কঠোর বিধিনিষেধের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী ও তেলবাহী ওয়াগন চলাচল অব্যাহত থাকবে। পাশাপাশি চলবে পার্সেল ট্রেন।
ঈদে যাত্রী পরিবহনে বর্তমানে সারা দেশে চলছে ৩৮ জোড়া আন্তনগর এবং ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন।