হোম > জাতীয়

কোভিড টিকা পেয়েছেন ৮৩% রোহিঙ্গা

তাসনিম মহসিন, ঢাকা

কক্সবাজারের ক্যাম্পগুলোতে থাকা প্রাপ্তবয়স্ক রোহিঙ্গাদের মধ্যে ৮৩ শতাংশ এরই মধ্যে পূর্ণ ডোজ কোভিড টিকা পেয়েছেন। আর ভাসানচরে থাকা রোহিঙ্গাদের ৯৭ শতাংশ টিকার আওতায় এসেছেন। বাকিদের চলতি ফেব্রুয়ারির মধ্যেই টিকা দেওয়া হবে। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইউএনএইচসিআরের বাংলাদেশের মুখপাত্র রেজিনা দে লা পোর্টিলা। তিনি জানান, আঠারো বছরের ওপর সব রোহিঙ্গাকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ক্যাম্পে থাকা ২ লাখ ৫৫ হাজার ৪০০ রোহিঙ্গাকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। এখনো টিকার কার্যক্রম চলমান। 

ইউএনএইচসিআর জানায়, কক্সবাজারে থাকা ক্যাম্পে প্রাপ্তবয়স্ক ৩ লাখের কিছু বেশি রোহিঙ্গাকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮৩ শতাংশ এরই মধ্যে দুই ডোজ টিকা পেয়েছেন। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাকি থাকা রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৫০ হাজার প্রথম ডোজ পেয়েছেন। বাকিরা চলতি মাসের মধ্যে টিকা পেয়ে যাবেন। এর মাধ্যমে ১৮ বছরের ওপর রোহিঙ্গাদের টিকা দেওয়ার কার্যক্রম সমাপ্ত করা হবে। আর ভাসানচরে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫ হাজার ৮৩২ জনকে টিকা দেওয়া হয়েছে। 

সংস্থাটি জানায়, করোনা শুরুর পর থেকে গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার ৩০২ জন রোহিঙ্গার করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন মোট ৩৬ জন। 

বাংলাদেশে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে নাগরিকদের জন্য করোনার টিকা কার্যক্রম শুরু হয়। এরপর আন্তর্জাতিক অঙ্গন থেকে রোহিঙ্গাদের টিকা দেওয়ার চাপ আসতে থাকে। রোহিঙ্গাদের টিকা দিতে তা সরবরাহের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় বাংলাদেশ। ২০২১ সালে ১০ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের টিকা দেওয়া শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এ কার্যক্রম চালানো হয়। 

রোহিঙ্গাদের টিকা দেওয়ার কর্মসূচি চলমান রয়েছে জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ্ রেজওয়ান হায়াত আজকের পত্রিকাকে বলেন, ‘১৭ ফেব্রুয়ারির মধ্যে ১৮ বছরের ওপর সবাইকে টিকা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে এটি দুই-চার দিন বাড়ানোর চিন্তা চলছে।’ 

রোহিঙ্গাদের চীনা সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে বলে জানান শাহ্ রেজওয়ান হায়াত। তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা চলছে। এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক রোহিঙ্গাদের টিকা দেওয়ার কার্যক্রম ছিল। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে ১৮ বছর বয়সের নিচের রোহিঙ্গাদের টিকা দেওয়া নিয়ে। আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে।’

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার