হোম > জাতীয়

কোভিড টিকা পেয়েছেন ৮৩% রোহিঙ্গা

তাসনিম মহসিন, ঢাকা

কক্সবাজারের ক্যাম্পগুলোতে থাকা প্রাপ্তবয়স্ক রোহিঙ্গাদের মধ্যে ৮৩ শতাংশ এরই মধ্যে পূর্ণ ডোজ কোভিড টিকা পেয়েছেন। আর ভাসানচরে থাকা রোহিঙ্গাদের ৯৭ শতাংশ টিকার আওতায় এসেছেন। বাকিদের চলতি ফেব্রুয়ারির মধ্যেই টিকা দেওয়া হবে। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইউএনএইচসিআরের বাংলাদেশের মুখপাত্র রেজিনা দে লা পোর্টিলা। তিনি জানান, আঠারো বছরের ওপর সব রোহিঙ্গাকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ক্যাম্পে থাকা ২ লাখ ৫৫ হাজার ৪০০ রোহিঙ্গাকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। এখনো টিকার কার্যক্রম চলমান। 

ইউএনএইচসিআর জানায়, কক্সবাজারে থাকা ক্যাম্পে প্রাপ্তবয়স্ক ৩ লাখের কিছু বেশি রোহিঙ্গাকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮৩ শতাংশ এরই মধ্যে দুই ডোজ টিকা পেয়েছেন। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাকি থাকা রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৫০ হাজার প্রথম ডোজ পেয়েছেন। বাকিরা চলতি মাসের মধ্যে টিকা পেয়ে যাবেন। এর মাধ্যমে ১৮ বছরের ওপর রোহিঙ্গাদের টিকা দেওয়ার কার্যক্রম সমাপ্ত করা হবে। আর ভাসানচরে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫ হাজার ৮৩২ জনকে টিকা দেওয়া হয়েছে। 

সংস্থাটি জানায়, করোনা শুরুর পর থেকে গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার ৩০২ জন রোহিঙ্গার করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন মোট ৩৬ জন। 

বাংলাদেশে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে নাগরিকদের জন্য করোনার টিকা কার্যক্রম শুরু হয়। এরপর আন্তর্জাতিক অঙ্গন থেকে রোহিঙ্গাদের টিকা দেওয়ার চাপ আসতে থাকে। রোহিঙ্গাদের টিকা দিতে তা সরবরাহের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় বাংলাদেশ। ২০২১ সালে ১০ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের টিকা দেওয়া শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এ কার্যক্রম চালানো হয়। 

রোহিঙ্গাদের টিকা দেওয়ার কর্মসূচি চলমান রয়েছে জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ্ রেজওয়ান হায়াত আজকের পত্রিকাকে বলেন, ‘১৭ ফেব্রুয়ারির মধ্যে ১৮ বছরের ওপর সবাইকে টিকা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে এটি দুই-চার দিন বাড়ানোর চিন্তা চলছে।’ 

রোহিঙ্গাদের চীনা সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে বলে জানান শাহ্ রেজওয়ান হায়াত। তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা চলছে। এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক রোহিঙ্গাদের টিকা দেওয়ার কার্যক্রম ছিল। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে ১৮ বছর বয়সের নিচের রোহিঙ্গাদের টিকা দেওয়া নিয়ে। আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে।’

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ