হোম > জাতীয়

সীমিত পরিসরে ট্রেন চলছে, যাত্রী কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ১৩ দিন বন্ধ থাকার পরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। এরপরে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার, বলাকা কমিউটার, তিতাস কমিউটার, নরসিংদী কমিউটার ও টাঙ্গাইল কমিউটার একে একে ছেড়ে যায়।

ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প পরিসরে ট্রেন চলাচল করবে। 
ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন। 

যাত্রী সংখ্যার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, সকালে কমলাপুরে তেমন যাত্রী ছিল না। স্বল্প দূরত্বে যারা গেছেন তাদের অধিকাংশ বিমানবন্দর বা টঙ্গী স্টেশনে নেমে গেছেন। ফিরতি ট্রেনে কিছু যাত্রী ছিলো। ট্রেনগুলো সকালে উল্টো দিক ছাড়লে ঢাকার উদ্দেশে হয়ত কিছু যাত্রী হত। এখন পরিস্থিতি বিবেচনা করে রেলওয়ে ধীরে ধীরে তার নির্ধারিত শিডিউলে ফেরত যাবে। 

রেলওয়ে পূর্বাঞ্চল অফিস থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে প্রাথমিকভাবে তিনটি লোকাল ট্রেন সাগরিকা, কর্ণফুলি ও নাজিরহাট কমিউটার ট্রেন চালু করা হয়েছে । ট্রেনগুলো যথাক্রমে চাঁদপুর, ঢাকা ও নাজিরহাট রুটে চলাচল করবে। এদিকে রাজশাহী থেকে চালু কমিউটার দুটি ট্রেনের মধ্যে একটি যাবে চাঁপাইনবাবগঞ্জ। অন্যটি চলবে রাজশাহী-খুলনা রুটে। 

কোটা সংস্কার আন্দোলনের পরে চলমান সহিংসতায় গত ১৯ জুলাই থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ ছিল। পরে দুই দফায় সিদ্ধান্ত নিয়ে স্বল্প পরিসরে রেল চলাচল শুরু হয়েছে । রেলওয়ে বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনগুলো পরিচালনা করা হবে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন