হোম > জাতীয়

দুর্নীতির সব মামলাতেই পদক্ষেপ নেব: অ্যাটর্নি জেনারেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দুর্নীতির সবগুলো মামলাতেই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 

দুর্নীতির মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে দীর্ঘ সময় লাগে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুদক স্বাধীনভাবে কাজ করে। হাইকোর্টে দুদকই মামলা পরিচালনা করে। আমাকে ডাকলে আমি যাই। রাষ্ট্রের পক্ষ থেকে সবকিছুই আমরা করব। দুর্নীতির মামলা প্রথমে বিচারিক আদালতে শুনানি হয়। এটা মুখের সাক্ষী দিয়ে নয়, কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয়। এ কারণে কাগজপত্র নিয়ে মামলা করতে সময় লাগে। দুর্নীতির মামলা তদন্ত প্রক্রিয়াটা সময়সাপেক্ষ ব্যাপার।’ 

দুর্নীতির মামলায় দুদক ব্যবস্থা নেওয়ার আগেই অনেকে দেশ ছাড়ছে—এ বিষয়ে দৃষ্ট আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপিল বিভাগ একটি মামলায় রায় দিয়েছেন। দুদক কারও বিষয়ে মনে করলে বিদেশযাত্রা আটকে দিতে পারবেন। তবে তিন দিনের মধ্যে দায়রা আদালত থেকে আদেশ আনতে হবে।’ 

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নিয়ে নতুন আইন করার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি সরকারি প্রত্যকেরই হিসাব নেওয়া উচিত। সরকারের যেই পর্যায়েই কাজ করেন না কেন। স্বচ্ছতার জন্য বছর বছর হিসাব দেওয়াটা নিজের জন্য সুবিধা।’

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে