হোম > জাতীয়

নাইকো দুর্নীতি মামলাটি ছিল রাজনৈতিক হয়রানিমূলক: আদালত

আজকের পত্রিকা ডেস্ক­

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

নাইকো দুর্নীতি মামলা ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত–৪–এর বিচারক রবিউল ইসলাম রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে এ কথা বলেন।

মামলায় খালেদা জিয়াসহ আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অল্প সময়ে রায়ের উল্লেখযোগ্য অংশ পড়ে শোনান বিচারক।

আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় আসামি করা হয়েছে। খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি।

রায়ে আরও বলা হয়, শুধু খালেদা জিয়া নন, এ মামলার অন্য আসামিরাও কোনো দুর্নীতি করেননি।

বিচারক বলেন, নাইকোর সঙ্গে চুক্তি হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় (১৯৯৬–২০০১)। নাইকোর সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে খালেদা জিয়া সরকার গঠন করলে আন্তর্জাতিক সেই চুক্তি বলবৎ রাখেন। এ ক্ষেত্রে খালেদা জিয়াসহ অন্য কারও অসৎ উদ্দেশ্য ছিল না।

আদালত রায়ের পর্যবেক্ষণে আরও বলেন, খালেদা জিয়াসহ অন্যরা কেউ দুর্নীতি করেননি। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেননি। নাইকোর সঙ্গে চুক্তি করে নিজেরা লাভবান হননি। তাঁরা ক্ষমতার কোনো অপব্যবহার করেননি।

বিচারক পর্যবেক্ষণে বলেন, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার এসে নাইকোর দুর্নীতির ঘটনায় শেখ হাসিনার নামে একটি মামলা করে। পরে খালেদা জিয়ার নামেও একটি মামলা করা হয়। শেখ হাসিনা সরকার গঠন করার পর তাঁর মামলাটি উচ্চ আদালত বাতিল করে দেন। পরবর্তীতে একই মামলায় খালেদা জিয়া এবং অন্য আসামিদের রাজনৈতিকভাবে হয়রানি করার লক্ষ্যে মামলাটি চলমান রাখা হয়।

খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এ কারণে আসামিদের খালাস দেওয়া হলো বলে উল্লেখ করেন আদালত।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন